আবারও হামলার শিকার বন্দে ভারত এক্সপ্রেস

উদ্বোধনের পর থেকেই তাকে নিয়ে একাধিক বিতর্ক। একাধিকবার হামলার সম্মুখীন হয়েছে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করার পরেও হামলার শিকার হতে হয় তাকে। ফের হামলা শিকার হল কেন্দ্রের ‘স্বপ্নের ট্রেন’। ট্রেনের জানলা লক্ষ্য করে ছোড়া হল ঢিল। একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটি যখন তেলেঙ্গানার মেহবুবাবাদ দিয়ে যাচ্ছিল, তখন ট্রেনের জানলা লক্ষ্য করে ঢিল ছোড়েন কয়েকজন ব্যক্তি। তাতে ট্রেনের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বিশাখাপত্তনমের রেলওয়ে ইয়ার্ডে ট্রেনের একটি কামরার জানলায় পাথর ছোড়া হয়েছিল। যাত্রা শুরু পর একাধিকবার আক্রমণের মুখে পড়েছে এই ট্রেন। নেপথ্যে কী কারণ তা কিছুতেই বোঝা যাচ্ছে না।

এদিকে রেলের তরফে জানান হয়েছে, এই হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কী কারণ এবং কারা এই হামলা চালাল তা খুঁজে বের করা হবে দ্রুত। গত মাসেই বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি শাখায় উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর সেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে বাংলার শাসক দলকে নিশানা করে পথে নেমেছিল বিজেপি। অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু রেলের তরফে জানান হয়, হামলা হয়েছিল বিহার থেকে।