পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র

দীর্ঘদিনের দাবি পূরণে খুশি বালুরঘাট সুকান্ত কলোনির এলাকাবাসীর। সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট শহরের সুকান্ত কলোনী এলাকায় একটি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটের মোট  ২৫ টি ওয়ার্ডেই ঠান্ডা পানীয় জলের  মেশিন বসানো হবে বলে জানিয়েছিলেন পৌরোপিতা অশোক মিত্র।

আর সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সুকান্ত কলোনি এলাকায় এই ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হলো।