ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের,পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি

মাত্র ৮ ভোটে হেরেছেন পঞ্চায়েত নির্বাচনে অথচ ওই বুথের ১৩৯ টি ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের। প্রিসাইডিং অফিসারের সাক্ষর ছাড়া বাতিল হওয়া ১৩৯ টি ব্যালটের মধ্যে তৃণমূল পেয়েছে ৯৪ টি ভোট। আর সেইজন্যই সাংবাদিক সম্মেলন করে পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি জানালেন দিনহাটা ১ নং ব্লকের ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ৭/২৮০ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মজিদ। তার দাবি যদি প্রিসাইডিং অফিসার ওই ব্যালটগুলোতে সই করতেন তাহলে একটি ভোটও বাতিল হতো না এবং নির্বাচনে তিনি জয়ী হতেন। তিনি জানান ইতিমধ্যেই তিনি এই ব্যাপারে দিনহাটা ১ নং ব্লক বিডিও এবং দিনহাটা মহাকুমার শাসককে অভিযোগ জানিয়েছেন। তিনি আরো জানান মহকুমা শাসক এবং বিডিও যদি সঠিক পদক্ষেপ না নেন তাহলে প্রয়োজনে তিনি হাইকোর্টের শরণাপন্ন হবেন।