বাজাজ ফিনসার্ভের হেলথকেয়ার ফান্ড লঞ্চ হল

বাজাজ ফিনসার্ভ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে বাজাজ ফিনসার্ভ হেলথকেয়ার ফান্ড লঞ্চের ঘোষণা করেছে। এই ফান্ডের জন্য সাবস্ক্রিপশন ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর ২০২৪-এ শেষ হবে।

যারা কমপক্ষে পাঁচ বছরের বেশি সময়ের জন্য ধন সৃষ্টিতে (ওয়েলথ ক্রিয়েশন) আগ্রহী, তাদের লক্ষ্য করে এই ফান্ড মূলত ফার্মাসিউটিক্যালস, হাসপাতাল, ডায়াগনস্টিকস এবং ওয়েলনেস সংক্রান্ত কোম্পানির ইকুইটি এবং ইকুইটি-সংক্রান্ত ব্যবস্থায় বিনিয়োগ করবে। বিএসই হেলথকেয়ার টোটাল রিটার্ন ইনডেক্স-এর (টিআরআই) ভিত্তিতে এই ফান্ড ভারতীয় স্বাস্থ্যসেবা ক্ষেত্রের দ্রুত বৃদ্ধির সুবিধা গ্রহণের লক্ষ্য নিয়ে চলবে।

বাজাজ ফিনসার্ভ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও গনেশ মোহন এই ফান্ডের কৌশলগত অবস্থান সম্পর্কে বলেন যে, এটি গ্লোবাল হেলথকেয়ার ট্রেন্ডস-এর সুবিধা নেওয়ার জন্য পরিকল্পিত। সিআইও নীমেশ চন্দন এই খাতে প্রচুর সুযোগের কথা উল্লেখ করেছেন, যা বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী সফলতার সম্ভাবনা তৈরি করবে। বাজাজ ফিনসার্ভ হেলথকেয়ার ফান্ডে নূন্যতম বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা, এবং তিন মাসের মধ্যে রিডেম্পশনের জন্য ১% এক্সিট লোড প্রযোজ্য। এই ফান্ডটি ‘গ্রোথ’ এবং ‘ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রয়াল’ (আইডিসিডব্লিউ) উভয় বিকল্পই প্রদান করবে।