বৈদ্যুতিন প্ল্যাটফর্মে ঋণ সংক্রান্ত অনলাইন প্রতারণা ও অন্যান্য সাইবার জালিয়াতির ফাঁদে পা দেওয়া থেকে তাদের গ্রাহক ও আপামর জনতাকে সতর্ক করছে বাজাজ ফিনান্স লিমিটেড। সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের অংশ হিসেবে বাড়তে থাকা সাইবার প্রতারণা নিয়ে ইমেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মারফৎ গ্রাহকদের সজাগ করার পাশাপাশি অনলাইনে কী ভাবে সুরক্ষিত থাকা যায় সেই ব্যাপারেও পরামর্শ দিল সংস্থা।
বৈদ্যুতিন মাধ্যম ব্যবহার করে যে সব প্রতারণা চলে ও সন্দেহ না হওয়া গ্রাহকরা যে পদ্ধতিতে তাদের ফাঁদে পা দেন- সেই বিষয় নিয়ে বাজাজ ফিনান্স লিমিটেড ধারাবাহিকভাবে গ্রাহকদের সচেতন করেছে।
উৎসবের সময় হওয়ায় গ্রাহকরা এখন বেশি করে তাৎক্ষণিক ঋণ, অনলাইন শপিং, বিভিন্ন ছাড়ের সুযোগ ও ক্যাশব্যাক অফারের প্রতি ঝোঁকেন। ফলে তাদের বেশি করে সাইবার প্রতারণার জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়ো বিজ্ঞাপন, ছদ্মবেশী ওয়েবসাইট, পরিচয় চুরি, ভুয়ো চাকরির বিজ্ঞাপন, ভিশিং, ফিশিং, সিম সোয়াপিং, ইউপিআই প্রতারণা, ভুয়ো ঋণ মঞ্জুরিপত্র, ‘অবিশ্বাস্য হলেও সত্যি’ ঋণের প্রস্তাব, সন্দেহজনক ফোন, বাজাজ ফিনান্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে ফোন, এসএমএস ও অন্যান্য মেসেঞ্জার প্ল্যাটফর্মে পাওয়া সন্দেহজনক লিঙ্ক এবং এমন আরও বহুবিধ (বৈদ্যুতিন প্ল্যাটফর্মে হওয়া প্রতারণাসমূহ) সম্ভাব্য জালিয়াতির প্রতি গ্রাহকদের সজাগ ও সতর্ক থাকতে হবে।