রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে আরও একবার গরু পাচার মামলায় জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
শারীরিক ভাবে অসুস্থ তিনি। এই দাবিতেই দেখিয়ে ফের জেলমুক্তির আবেদন করলেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ওই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।
নানান শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, তা আগেই জানান কেষ্ট। এবার জামিনের আরজি জানালেন তৃণমূল নেতা। আগামী ২৩ মে রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জামিন পান কিনা সেটার দিকেই তাকিয়ে রয়েছেন কেষ্ট ঘনিষ্ঠরা।