ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া

পাহাড়, তরাই, ডুয়ার্সের ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া। ভালো খেললে একদিকে যেমন সিকিম ফুটবল ক্লাবে পেশাদার ফুটবল খেলার সুযোগ মিলবে, পাশাপাশি ওই ক্লাবের হয়ে মিলবে আই লীগ খেলার সুযোগও।

আর পাহাড়, তরাই, ডুয়ার্সের ফুটবল খেলোয়াড়দের সেই সুযোগ দিতে শিলিগুড়িতে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ওই ক্লাবের প্রতিষ্ঠাতা তথা ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ক বাইচুং ভুটিয়া।

আগামী ২রা মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ির শালুগাড়ায়।সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে নিজের নতুন ফুটবল ক্লাবের বিষয়ে খোলাসা করেন বাইচুং ভুটিয়া। শালুগাড়ার একাডেমির পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরেও আরেকটি একাডেমি খোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।