টানা ১৫দিন বিমান চলাচল বন্ধের পর স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর

আজ থেকে স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর। টানা ১৫দিন বিমান চলাচল বন্ধের পর স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর।

সকাল ৮টায় প্রথম উড়ান বিমানবন্দরে নামতেই যাত্রীদের জল স‍্যালুট ও করতালির মাধ্যমে স্বাগত জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। মঙ্গলবার ২৮জোড়া উড়ান চলাচল করবে বলে জানা গিয়েছে।

গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত রান‌ওয়ে মেরামতের জন্য বন্ধ ছিল বিমান চলাচল পরিষেবা। তবে নতুন রান‌ওয়ে অনেক ভালো বলে যাত্রীরা জানান।