দুঃসংবাদ, বিদায় নিতে চলেছে মহানগরীর ঐতিহ্য

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় দুঃসংবাদ। এবার বরাবরের মতো স্মৃতির পাতায় চলে যেতে চলেছে কলকাতার ঐতিহ্য। শেষ হতে চলেছে চলেছে ১৫০ বছরের দীর্ঘ সফর। জানা যাচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে কলকাতা থেকে শতাব্দীপ্রাচীন ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি সপ্তাহেই হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে ট্রাম নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে চলেছে রাজ্য। এর আগে ট্রাম নিয়ে সরকারের বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত। একাধিক সময়ে ট্রাম নিয়ে যানজটের সমস্যার অভিযোগ উঠে আসে।

এবার এই নিয়েই আপাতত নিয়মিতভাবে ট্রাম চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে রাজ্য সরকার। বর্তমানে কেবলমাত্র টালিগঞ্জ-বালিগঞ্জ, গড়িয়াহাট- ধর্মতলা ও ধর্মতলা- শ্যামবাজার এই তিনটি রুটে ট্রাম চলে তিলোত্তমার বুকে। এবার তাও ভ্যানিস হওয়ার তোড়জোড় শুরু।