রাজ্যবাসীর কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
তবে পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর! এবার রেশন কার্ড থাকলেও ফ্রি-তে সামগ্রী পাবেন না ৬ লক্ষ গ্রাহক, জানিয়েছেন রাজ্য খাদ্য দফতর। এখানে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ড রয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার এবং অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা রেশন কার্ডের সংখ্যা ৫৭ হাজার ২৬৩।
কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যের রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছিল। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।