দুঃসংবাদ, মিললো না জামিন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই হাইকোর্ট তরফে খারাপ খবর তৃণমূলের আরেক নেতা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য।

এসএসসি মামলায় জামিন হচ্ছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতির মন্তব্য, ‘মামলার নিষ্পত্তি হচ্ছে না। পুজোর আগে জামিন কার্যত অসম্ভব।’

ওদিকে দু’দিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানালে সিবিআই এর আর্জি মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।