দুঃসংবাদ, দেওয়া হবে না টাকা

Estimated read time 0 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে ‘তরুণের স্বপ্ন’ অন্যতম।

এ বছর দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়দেরও ট্যাব, মোবাইল কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দফতর।

জানা গিয়েছে এ বার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে আপাতত সেই সিদ্ধান্ত প্রত্যাহার। ৫ সেপ্টেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। তবে এরপর কবে সেই টাকা দেওয়া হবে বা আগামী দিনে আদেও সেই টাকা দেওয়া হবে কি না সেই বিষয়েও কিছু জানানো হয়নি শিক্ষা দফতর তরফে।

You May Also Like

More From Author