দুঃসংবাদ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আগামী কয়েক দিনের জন্য একাধিক ট্রেন বাতিল করেছে রেল। ট্রেন নম্বর ১৪৬১৭-১৮ বনমানখি-অমৃতসর জনসেবা এক্সপ্রেস ২৬ জানুয়ারি ২০২৫ থেকে ২ মার্চ ২০২৫ পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৪৬০৬-০৫ যোগনগরী ঋষিকেশ-জম্মু তাওয়াই এক্সপ্রেস ২৬ জানুয়ারি ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৪৬১৬-১৫ অমৃতসর-লালকুঁয়া এক্সপ্রেস ২৬ জানুয়ারি ২০২৫ থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৪৫২৪-২৩ আম্বালা-বরাউনি হরিহর এক্সপ্রেস ২৬ জানুয়ারি ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৮১০৩-০৪ জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ২৬ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল করা হয়েছে।