দুঃসংবাদ মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর এই রুটের পরিষেবা ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকবে ৮ দিন, প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত প্ল্যান থাকলেও পরে পরিবর্তন করা হয়।

জানা গিয়েছে, এই সময়ে শহরে বইমেলা থাকার কারণে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। জানা গিয়েছে, প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ফের সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দুই অংশেই কোনও মেট্রো চলবে না।

এর মধ্যে ১৫ এবং ১৬ তারিখ ও ২২ এবং ২৩ তারিখ যথাক্রমে শনি ও রবিবার পড়ছে। গ্রিন লাইন মেট্রো করিডর রুটে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে ‘কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল’ সংক্ষেপে ‘সিবিটিসি’ ব্যবস্থা আনা হচ্ছে। তাই এই পরিষেবা বন্ধের ঘোষণা।