দুঃসংবাদ, আগামী দু মাস বন্ধ থাকবে বেহালার একটি রাস্তা

বেহালা বাসিন্দাদের জন্য দুঃসংবাদ, নিকাশির পাইপ বসানোর কাজের জন্য একটানা দু মাস বন্ধ থাকবে কলকাতা বেহালার সন্তোষ রায় রোড। মঙ্গলবার থেকেই এই পথে যানবাহন রাস্তা বন্ধ থাকার ফলে বদলে যাচ্ছে দুটি বাস ও একটি মিনিবাসের রুট, জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

এই সন্তোষ রায় রোড টালিগঞ্জ থেকে বেহালা যাওয়ার প্রধান রাস্তা। ট্রাফিক দপ্তর বলছে, সন্তোষ রায় রোড জুড়ে নতুন নিকাশির পাইপ বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই আগামী ৬০ দিন টালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা ও তার সংলগ্ন রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

আগামী ১লা অক্টোবর খোলা হবে এই রাস্তা। ছোট গাড়িগুলি টালিগঞ্জ থেকে মুচিপাড়া মোড় হয়ে রাজা রামমোহন রায় রোড, জেমস লং সরণি ধরে জলকল‌্যাণ মোড় বা ডায়মন্ডহারবার রোড ধরে শখের বাজার পৌঁছাবে। মুচিপাড়া মোড় থেকে রাজা রামমোহন রায় রোড, জেমস লং সরণি, বীরেন রায় রোড, ডায়মন্ড হারবার রোড হয়ে বেহালা চৌরাস্তা এবং শখের বাজারে পৌঁছাবে মালবাহী গাড়ি ও বাস।