মুখ খুলতে নারাজ অয়ন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হদিশ মেলে। এরপরই আদালতের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা।

শিক্ষক দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির হাতে ধৃত প্রোমোটার অয়ন শীলের সূত্র ধরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। অন্যদিকে বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হলে অয়ন শীলকে আনা হয় আদালতে।

আর সেখানেই ইডি এবং সিবিআই তল্লাশি প্রসঙ্গে প্রশ্ন করা হয় অয়নকে।” ফিরহাদ হাকিম, রথীন ঘোষদের এদের আপনি চেনেন? এদের ভূমিকা কী? ইডি, সিবিআই তো পর পর তল্লাশি চালাচ্ছে।” অয়ন বলেন, “এই বিষয় গুলো আদালতে বিচারাধীন বিষয়। এ নিয়ে এখন কোনও কিছু বলা যাবে না।” হাঁটতে হাঁটতে শুধু এইটুকু উত্তর দেন অয়ন শীল।