ভারতের দ্রুত-বৃদ্ধিশীল ফান্ড হাউসগুলির অন্যতম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের তরফে হাজির করা হল তাদের নতুন ফান্ড – ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’। এই নিউ ফান্ড অফার (এনএফও) শুরু হচ্ছে ৩০ অগাস্ট (সোমবার)। নতুন ফান্ডটি ‘লং-টার্ম ওয়েলথ ক্রিয়েশন সলিউশন’ প্রদান করবে এবং নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স স্টকে বিনিয়োগ করবে ফেরতলাভের দিকে লক্ষ্য রেখে।
এনএফও লঞ্চ্ প্রসঙ্গে অ্যাক্সিস এএমসি-র এমডি ও সিইও চন্দ্রেশ নিগম জানান, তারা বিশ্বাস করেন ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ বিনিয়োগকারীদের কাছে গ্রহণীয় হবে এক ‘স্টেডি’ ও ‘কন্টিনিউড লং-টার্ম গ্রোথ’ অর্জনের উত্তম উপায় হিসেবে।