যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ততই বেড়ে চলেছে। তাদের মধ্যে যুব সমাজের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফেসবুক,ইউটিউব,ইন্সট্রাগ্রাম,টুইটার এর মত অ্যাপ। এই সোশ্যাল মিডিয়াতে যেমন ভালো দিক রয়েছে তেমনি বেশ কিছু খারাপ দিক ও রয়েছে, বেশিরভাগ মানুষই খারাপ দিকগুলোর দিকেই প্রভাবশালী হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই খারাপ দিক গুলি কে বাদ দিয়ে এই সোশ্যাল মিডিয়াকে কি করে মানুষের উপকারে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি তা নিয়েই সূর্যসেন মহাবিদ্যালয় NSS UNIT-II DNO জলপাইগুড়ির ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এনএসএস ইউনিট-1, আইন বিভাগ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস ট্রেনিং, এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সূর্য সেন মহাবিদ্যালয়ে।
এই অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা কি করে সমাজের কাজে লাগাতে পারি সে বিষয়ে ট্রেনিং হয়।এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল অগ্নিমিল দাস মহাশয় ইয়ুথ অফিসার, রেজিওনাল ডাইরেক্টর অফ এন এস এস,রাষ্ট্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, ভারত সরকার।এছাড়াও এই বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করে শিলিগুড়ি মহিলা কলেজ, কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, ধূপগুড়ি কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ সহ একাধিক কলেজের এনএসএস ভলেন্টিয়ারা এবং প্রোগ্রাম অফিসাররা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্নিমিল দাস জানান এই সোশ্যাল মিডিয়াকে দুর্ব্যবহার না করে অনেকভাবে এর সু ব্যবহার করা যায়,যেমন এনএসএস ভলেন্টিয়ার দের সামাজিক কাজ যদি ভিডিও বা ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা যায় বা সমাজের কোন একটা ভুল কাজ যেটা আমাদের শুধরে নেওয়া উচিত সে সকল কাজ যদি আমরা সামাজিক মাধ্যমে তুলে ধরি তবে সেটি দ্রুততার মধ্যে সঠিক করা হয়, এইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার না করে এর সু-ব্যবহার করতে পারি, এছাড়া অনেক কিছু বিষয়ে সেখানে আলোচনা হয়।