হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিস্কারক ডাঃ হ‍্যানিমেন এর জন্মতিথি উপলক্ষে সারা বিশ্বে হ‍্যোমিওপ‍্যাথি দিবস পালন করা হচ্ছে। সেই অনুযায়ী, বুধবার কালচিনি ব্লকের সাতাঁলি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রে হ‍্যোমিওপ‍্যাথি দিবস ও হ‍্যোমিওপ‍্যাথি সচেতনতা শিবির পালন করা হলো। এই দিনটিকে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীর স্মরণে পালন করা হয়।

হ্যানিম্যান ১৭৫৫ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। চিকিৎসার এই ওষুধের বিশেষ শাখাটির জন্ম তাঁরই হাতে। হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলেও অভিহিত করা হয়। এদিনের শিবিরে সাঁতালি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রের চিকিৎসক ও স্ব‍্যাস্থকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।