পূর্বভারতের পড়ুয়াদের জন্য আভিডি অলিম্পিয়াড

অন-ডিমান্ড এড-টেক প্লাটফর্ম আভিডি (Avidii) সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউবিএইচএ) সহযোগিতায় একটি অলিম্পিয়াড চালু করার কথা ঘোষণা করেছে। এই অলিম্পিয়াড শুরু হচ্ছে চলতি বছরের আগস্ট মাস থেকে। এই অলিম্পিয়াডের উদ্দেশ্য হল পূর্বভারতের আসাম ও পশ্চিমবঙ্গের প্রান্তিক সমাজের ছাত্রছাত্রীদের ক্ষমতায়িত করা।

পূর্বাঞ্চলের ১৫০টি স্কুলকে নিয়ে এই অলিম্পিয়াড পরিচালনা করা হবে। এজন্য আভিডি বিভিন্ন নামী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে, যেমন স্কোরডেমি (Scordemy), লালন কোচিং ক্লাসেস (Lalan Coaching Classes), স্কুল অন ওয়েব (School on Web) এবং স্কুল ই-ডায়েরি (School e-diary)। অলিম্পিয়াডের টপ-পারফর্মারদের জীবন গড়ে দেবার লক্ষ্য নিয়ে স্কলারশিপ দেওয়া হবে এবং শিক্ষাক্ষেত্রে সঠিক দিকনির্দেশের জন্য একবছরের জন্য মেন্টরশিপের ব্যবস্থা করা হবে। আভিডির কো-ফাউন্ডার দীপক সুব্বারাও জানান, এই অলিম্পিয়াডের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের জীবনের মান উন্নত করার ব্যাপারে সহায়তা করা, তাদের সামনে উচ্চশিক্ষার দ্বার খুলে দেওয়া, প্রতিযোগিতার জগতে পরিচিত হয়ে ওঠা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের শিক্ষাপ্রণালীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া। আর্থিকভাবে অনগ্রসর সমাজের ছাত্রছাত্রীরা যাতে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে এবং নিজেদের সমাজে পরিবর্তন আনার দিশা হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টা নিয়েই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।