30
Dec
সোশ্যাল মিডিয়ার দৌলতে উঠে এসেছে একাধিক সুপ্ত প্রতিভারা। তেমনি জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটার ঝিলম গুপ্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসিকতায় সকলকে মাতিয়ে রেখেছেন বরাবরই। ঝিলমকে চেনেন না এমন বাঙালির সংখ্যা খুব কমই রয়েছে। ছবির রিভিউ হোক কিংবা টেলিভিশনে মজাদার কোনও কাণ্ড, নেটদুনিয়ায় ভিডিয়ো পোস্ট করে নিজের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে দেখা যায় তাঁকে। শীঘ্রই অন্য রূপে দেখা যাবে ঝিলমকে। হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। করণ জোহরের প্রযোজনায় কাজ করবেন। ঝিলমের লুকের জন্যই তাঁকে বেছে নিয়েছে এই বলিউড ছবির টিম। সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসেই তিলোত্তমাতেই শ্যুটিং শুরু করবেন পরিচালক। সবটাই সময় আসলে খোলসা করবেন বলে জানিয়েছেন।একটি অ্যান্থোলজি সিরিজের প্রযোজনা করতে চলেছেন…