03
Feb
আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্প সরজমিনে পরিদর্শনে কলকাতায় এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার বর্ধমানের জেলাশাসকের সভাগৃহে হঠাৎ তিন জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসেন। সেখানে জেলাশাসকের সাথে মিটিং করে তারা পূর্ব বর্ধমান জেলার আউসগ্ৰামে পরিদর্শনে যান। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অম্বুজ মহাপাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "এখন মিটিং হলো, এখন কি কথা বলবো। আবার বাংলায় ফিরে আসবো তখন কথা বলবো। মনিটারিং ভিজিট হলো এখন।"