03
Mar
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (নর্থ বেঙ্গল) নতুন চেয়্যারম্যান নির্বাচিত হলেন সঞ্জয় গোয়েল। এতোদিন এই দায়িত্বে ছিলেন নিশান্ত মিত্তাল। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উমং মিত্তাল। নতুন দায়িত্ব পাবার পর সঞ্জয় গোয়েল জানান,'শিল্প সহজ বিষয় নয়। বিগত দুই বছরের কোভিড পরিস্থিতি এই পথকে আরও কঠিন করে দিয়েছে। তারপরেও এই এলাকার সমস্ত উদ্যোগপতিদের পরামর্শ নিয়ে একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।' আইসিসি নর্থ বেঙ্গলের বার্ষিক সাধারন সভায় এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা নিয়ে দীর্ঘ আলোচনাও হয়। এখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, এসজেডিএ CEO অভিজিৎ শিবালি, ভাইস চেয়ারম্যান দীলিপ দুগার,আইসিসি প্রেসিডেন্ট মেহুল মহঙ্কা…