02
Jun
সুহানা, ছোট থেকেই বলিউডে চর্চার শিরোনামে থাকে। যার অন্যতম কারণ তিনি বলিউডের কিং খান তার পিতা। এ বিষয়টি একেবারেই পছন্দ নয় সুহানা। বাবার পরিচয়ে পরিচিত হতে তিনি ছোটবেলা থেকেই অপছন্দ করতেন। তিনি চাইতেন তাকে মানুষ তার জন্য চিনুক। সম্প্রতি এই প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন, আমাকে যখন ছোটবেলায় স্কুলে বাবা দিয়ে আসতেন। তখন কেউ বাবাকে বলত না সুবহানার বাবা। বরং আমাকেই বলতো শাহরুখ খানের মেয়ে। স্কুলে বা কলেজে আমার আলাদা কোন পরিচিতি ছিল না। এই বিষয়টি এখনও থেকে গিয়েছে। আক্ষেপটা থেকে যাবে সারাজীবন। তবে সম্প্রতি সোহানা অভিনয়ে হাতেখড়ি করেছেন। অর্চিড সিনেমাতে তাকে দেখা যাবে। সেই সিনেমাতে শাহরুখ…