Piyali Poddar

189 Posts
উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী

উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত প্রতীচী। শরীরচর্চা করে পড়তে বসত সে। উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। পড়াশোনা ছাড়াও গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র‍্যাংক…
Read More
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর অভীক দাস বলে, ‘ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।’ নিয়মিত পড়াশোনা করতো বলে জানায় কৃতী। তার কথায়, ‘ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি।পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল।’ অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা…
Read More
জলপাইগুড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

জলপাইগুড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

সকাল থেকেই রবীন্দ্র চর্চায় শহরবাসী। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করা হলো। দিনভর শহরের নানান যায়গায় চলবে অনুষ্ঠান। আর এই উপলক্ষে ঐতিহ্যবাহী রাজবাড়ি এলাকা এখন সংস্কৃতি চর্চার হাব হয়ে উঠেছে। একদিকে রাজবাড়ী দিঘীর পারে থাকা মনসা মন্দির চত্বরে যেমন নাচ, গান, আবৃত্তি ইত্যাদি  অনুষ্ঠান চলছে অন্যদিকে রাজবাড়ীর নাট মন্দির চত্তরেও চলছে জমজমাট অনুষ্ঠান। আট থেকে আশি সকলেই সামিল হয়েছে কবি স্মরনে।
Read More
শিলিগুড়ি পুরনিগমের তরফে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

শিলিগুড়ি পুরনিগমের তরফে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

"কবি প্রণাম"এর মধ‍্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হলো পুরনিগমের পক্ষ থেকে। ২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন,এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করা হয় গোটা ভারতবর্ষে।পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এই ২৫শে বৈশাখ দিনটিকে আপামর শিলিগুড়ি বাসীর মধ্যে ছড়িয়ে দিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নৃত‍্য সংগীতের মধ্যে ভড়িয়ে তোলা হয়।একাধিক অনুষ্ঠানের মাঝে বাঘাযতীন পার্কে পুরনিগমের মেয়র গৌতম দেব, পুর কমিশনার সহ চেয়ারম‍্যান, মেয়র পারিষদ, বোড়ো চেয়ারম্যান ও পুর আধিকারিকেরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ব কবিকে।এরপর সকলের সাথে মেয়র রবিন্দ্র সংগীতে গলা মেলান।
Read More
ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠক জলপাইগুড়ি জেলা প্রশাসনে

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠক জলপাইগুড়ি জেলা প্রশাসনে

প্রি মনসুন সিজনেই চিন্তা বাড়ালো ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে পৌর কর্তৃপক্ষের সাথে বিশেষ বৈঠকে বসলো জেলা প্রশাসন।জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু তে আক্রান্ত হয়েছে ৫৭ জন।এর মধ্যে শহর এলাকাতেই আক্রান্ত রয়েছেন ৭ জন।আর এর জেরে পতঙ্গ বাহীত রোগ প্রতিরোধে জলপাইগুড়ির সমস্ত পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক শামা পারভিন।জানা গেছে শহরে ডেঙ্গু,ম্যালেরিয়া সহ পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে কী কী করনীয় এই নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকরা। পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা।জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, পতঙ্গ বাহিত রোগ মোকাবিলা নিয়ে বৈঠক ছিল। ইতিমধ্যে আমরা কি ব্যাবস্থা…
Read More
শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের বারোগড়িয়া গ্রামের দুলালী ফরেস্টে। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পাশে থাকা চা বাগানের ম্যানেজার সহ কর্মীরা। এরপরে তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দেখা যায়নি বনদপ্তরের কর্মীদের। তবে এ বিষয়ে বনদপ্তরের এক আধিকারিক কে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে এই আগুনের জেরে পাশে থাকা চা বাগানের প্রচুর চা গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Read More
চিতাবাঘকে খাঁচাবন্দি করে হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা

চিতাবাঘকে খাঁচাবন্দি করে হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা

খাঁচাবন্দি হলো চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা। কয়েকদিন চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের বাসিন্দাদের। অবশেষে মঙ্গলবার সকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। চিতাবাঘ খাঁচাবন্দি হতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই চিনচুলা চা বাগানে চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন বাসিন্দারা। এমনকি কয়েকজন শ্রমিক চিতাবাঘের হামালায় জখমও হয়েছেন। চিতাবাঘ ধরতে তড়িঘড়ি তাঁরা খবর দেন বনদপ্তরে। বনদপ্তরের তরফে এলাকায় পাতা হয় খাঁচা। এদিন সকালে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটিকে সুস্থ অবস্থায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতা খাঁচাবন্দি হতেই স্বস্তিতে শ্রমিকেরা।
Read More
৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

সোমবার সকাল থেকে ফের বন্ধ কালিম্পং–সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। গত বছরের প্রাকৃতিক বিপর্যয়ে পুরোপুরি নষ্ট হয়েছিল জাতীয় সড়ক। পুনরায় মাটি, বালি, পাথর ফেলে রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তাতেই এবার পিচের প্রলেপ দেওয়া হবে। রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। ৯ই মে সকাল ছ’টায় ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রক্ষ্মনিয়ান টি।এই পাহাড়িপথ বন্ধ হওয়ার জেরে কালিম্পং এবং সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। ঘুরপথে চিত্রে, কালিম্পং, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে কিছু যানবাহন…
Read More
ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগ, বিক্ষোভ দেখালেন স্থানীয়রা-ঘটনায় উত্তেজনা

ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগ, বিক্ষোভ দেখালেন স্থানীয়রা-ঘটনায় উত্তেজনা

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির এক নম্বর অঞ্চলের জামুড়াভিটা এলাকায় একটি পুকুর ভরাট ও সৌন্দর্যায়ন করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।জানা গিয়েছে, জামুড়াভিটা এলাকায় একটি পুকুর রয়েছে। সেখানে ছট পুজো, দূর্গা পুজোর বিসর্জন হয়।অভিযোগ, কিছুদিন ধরে পুকুরটিকে ভরাট করার কাজ হচ্ছে।আর এতেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা।সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।তিনি এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।শিখা চ্যাটার্জির অভিযোগ, পুকুর ভরাট করে কোন সৌন্দর্যায়ন হয় না। এখানে রেস্তোরাঁ সহ বহুতল করা হবে।যেকারনে বড় বড় গর্ত করা হয়েছে।অন্যদিকে ঘটনাস্থলে আসেন ডাবগ্রাম…
Read More
সাইকেলে করে কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহারের যুবক সমীর দাস

সাইকেলে করে কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহারের যুবক সমীর দাস

দেশব্যাপী বৃক্ষ রোপণের বার্তা দিতে সাইকেলে করে কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নং ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার যুবক সমীর দাস। হরিপুরের বাসিন্দা সমীর দীর্ঘদিন ধরেই কেদারনাথে গিয়ে ভগবান শিবের দর্শন করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না। একদিকে কেদারনাথের গিয়ে শিবের দর্শন করার স্বপ্ন অন্যদিকে বর্তমান পরিবেশে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা।দুটো কেই সম্বল করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন সমীর দাস।গুগলের সহায়তায় কেদারনাথে পৌঁছানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন সমীর। ৩৫ দিনের মধ্যেই ১১৪৪ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। একদিকে যেমন সাধারণ মানুষের কাছে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে…
Read More
সকাল হতেই ডিসিআর সেন্টার মুখি ভোট কর্মীরা

সকাল হতেই ডিসিআর সেন্টার মুখি ভোট কর্মীরা

আগামীকাল মালদা উত্তর এবং দক্ষিণ দুটি লোকসভা আসনের নির্বাচন।উত্তর মালদা কেন্দ্রের ডি সি আর সি সেন্টার মালদা কলেজ,দক্ষিণ  মালদা কেন্দ্রের ডি সি আর সি সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ। সকাল হতেই ডিসিআরসি সেন্টার মুখি ভোট কর্মীরা। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। ইতিমধ্যেই কড়া নজড়দারী প্রশাসনের তরফে।
Read More
পরিশ্রুত পানীয় জলের দাবীতে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ

পরিশ্রুত পানীয় জলের দাবীতে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ

একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির গেটের সামনে বিক্ষোভ  দেখালেন প্রায় পাঁচশো  একাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ রানীনগর  শিল্পাঞ্চলে প্রায় ৮০০-১ হাজার ফুট গভীর থেকে জল তোলা হচ্ছে। ফলে বেলাকোবা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি কুয়োর এবং নলকূপের জলস্তর নেমে গিয়েছে। পানীয় জল সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। পরিশ্রুত পানীয় জলের দাবীতে এদিন রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। প্রতিবাদে সরব পঞ্চায়েত প্রধানও।তবে এবিষয়ে লিখিত আকারে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক দপ্তরে জানানো হয়েছে বলে আন্দোলনকারীরা জানান। ঘটনায় এইচ আর আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি টেলিফোনে জানান, স্মারকলিপি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে…
Read More
আবারো পথ অবরোধে সামিল এলাকাবাসীরা

আবারো পথ অবরোধে সামিল এলাকাবাসীরা

আবারো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে পথ অবরোধ। তবে এবার কিন্তু পুরুষ নয় মহিলাদের পথ অবরোধ। তিন থেকে চার ঘণ্টা ধরে পথ অবরোধ চলছে। জানাযায় ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ চলছে। রাস্তায় ধুলো, প্রতিদিন জল দেয় না ঠিকাদার বলে অভিযোগ। রাস্তায় জল না দেওয়ার কারণে পথ অবরোধ বলে অভিযোগ। মহিলাদের বক্তব্য ঠিকাদার না আসলে আমরা পথ অবরোধ করেই যাব। এই রাস্তা দিয়েই ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে মানুষ রোগীদের নিয়ে যায়।
Read More
মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা উষসী দাস। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৫২৬ নম্বর পেয়ে পরিবার ও স্কুলের মুখ উজ্জ্বল করলো উষসী দাস। বাবা উত্তম দাস পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী। তার এক মাত্র মেয়ে উষসী দাস। সে ছোট বেলা থেকেই রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ভালভাবে  পড়াশোনা করে আসছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করবে সে নিজেও ভাবতে পারেনি। তার পড়াশোনার পেছনে মা, বাবা, স্কুল শিক্ষিকা ছাড়া কোনো রকম প্রাইভেট টিউটর ছিল না বলে জানায় সে। তার প্রিয় হবি ছবি আঁকা এবং গান গাওয়া। এবারের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলা- ৯০, ইংরেজি -৬৬, গনিত -৬০, ভৌতবিজ্ঞান…
Read More