08
Apr
সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিন তিনি শিলিগুড়ি,৩১ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি মোড় থেকে শুরু করে ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এদিন প্রচারে গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা জানার চেষ্টা করেন গৌতম দেব।মূলত ৩১নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।মানুষ ঠিকমতো লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়েও জেনে নেন। এদিন প্রচারের মাঝে গৌতম দেব কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এলাকায় জলের সমস্যা রয়েছে শুধুমাত্র এই এলাকায় নয় শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জলের সমস্যা রয়েছে।যে…