18
Apr
জল নেই ভোট নেই। আগে জল তারপর ভোট। পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা। মাসকালাইবাড়ি পবিত্র নগর কলোনীর ২২ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পথ অবরোধের ফলে পুলিশের গাড়ি সহ ডিএসপিকে ঘুর পথে যেতে হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে পুরসভা থেকে পানীয় জল পাচ্ছে না বাসিন্দারা, এই অভিযোগের ভিত্তিতে আজ পথ অবরোধে সামিল হয় তারা।