25
Apr
সতীর ৫১ পীঠের এক পীঠস্থান জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠ। এখানকার প্রতিমা মাটির তল থেকে অনেকে চুরি করতে চেয়েছেন। সেই সময় বছরের পর বছর রাত জেগে পাহারা দিয়েছেন হিন্দু মুসলিম একত্রিত হয়ে। সেখানে বর্তমানে মন্দির নির্মাণ হয়েছে। সেই মন্দিরে মূর্তি রয়েছে। প্রথম থেকেই হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করে। বাংলাদেশ সীমান্তের সাতকুরায় ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়।আয়োজকদের দাবি চৈত্রমাসের অষ্টমী তিথিতে প্রতিবছর বাসন্তী পূজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুরার ত্রিস্রোতা মহাপীঠে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারনে সেই মেলা পিছিয়ে যায়। ২১ শে এপ্রিল ৭…