02
Feb
কোকা-কোলা ইন্ডিয়ার হোম-গ্রোন ম্যাঙ্গো ড্রিঙ্ক ‘মাজা’ শুরু করল তাদের নতুন ক্যাম্পেন – ‘আম ওয়ালি দিলদারি, বিনা নাম ওয়ালি দিলদারি’ ক্যাম্পেন। মাজা হল কোকা-কোলা ইন্ডিয়ার বেভারেজ ক্যাটাগরির অন্যতম অগ্রণী ব্র্যান্ড। কোম্পানির আশা, ২০২২ সালে স্প্রাইট ও থামস আপের ১বিলিয়ন ইউএসডি ব্র্যান্ড ক্লাবে প্রবেশের পর ২০২৩ সালে মাজা ১বিলিয়ন ইউএসডি ব্র্যান্ড মার্কে চিহ্নিত হতে পারবে। মাজার নতুন ক্যাম্পেনে অভিনয়ে রয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন ও সুপরিচিত অভিনেত্রী পূজা হেগড়ে। তাদের সঙ্গে আছেন দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুনা। এই ক্যাম্পেনের মাধ্যমে মাজা আরও বেশি মাত্রায় মজা আর আনন্দ ছড়িয়ে দিতে উৎসাহ জোগাবে। ১৯৭৬ সাল থেকে মাজা সুস্বাদু ও রসালো আলফান্সোর গুণ প্রচার করে আসছে।…