20
Aug
আরজি কর মামলায় নিহত ডাক্তারকে পুলিশ জোরপূর্বক ও তড়িঘড়ি করে দাহ করেছে। এমন অভিযোগ সামনে আসছে। এর আগে নির্যাতিতার বাবাও এ নিয়ে অভিযোগ করেন। এবং এখন শ্মশানের ম্যানেজার এই বিষয়ে মুখ খুললেন। নির্যাতিতার বাবার কথাও মেনে নেন তিনি। আর এতে ভিকটিমের ময়নাতদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্মশানের ম্যানেজার বলেছেন, 'পুলিশ বাকি মৃতদেহের আগে আরজি কর-এর মৃতদেহকে দাহ করতে বলেছে। নিহতের পরিবার এখনো আসেনি। তার আগেই শ্মশানে আসে পুলিশ। তারা আমাদের বলতে থাকে- তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।' এই বিষয়য়ে প্রশ্ন উঠছে পুলিশ কেন এই তাড়াহুড়ো করল? এ প্রসঙ্গে নিহতের বাবা বলেন, শ্মশানে আমার মেয়ের আগে…