05
Sep
নিজস্ব সংবাদদাতা: ফুচকা বিক্রেতা স্তী ও সন্তানকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বুকে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এদিন বড়তলার গোয়াবাগান লেনের একটি বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও তাঁদের ১৩ বছরের ছেলেকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মেজিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের অনুমান, ছেলেকে সঙ্গে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই দম্পতি। তারা একটি বাড়িতে ভাড়া থাকেন।