18
Sep
নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা মমালার শুনানি শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে আগাণী ১৮ অক্টোবরের মধ্যে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কিত জমি মামলার শুনানি শেষ করার চেষ্টা করা হবে। বুধবার শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির বেঞ্চের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, '১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য আসুন সবাই মিলে চেষ্টা করি।' প্রয়োজনে রোজ এক ঘণ্টা করে বেশি শুনানি করা হবে বলেও জানিয়েছে আদালত। শুধু তাই নয়, শনিবারও এই মামলার শুনানি করা যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সঙ্গে সঙ্গেই চলবে মধ্যস্থতা। সুপ্রিম কোর্টের নিযুক্ত প্যানেলের মাধ্যমে পিটিশনাররা মধ্যস্থতা চালিয়ে যেতে পারেন…