05
Nov
স্কুলে মানসিক স্বাস্থ্য পাঠ্যক্রমের গুরুত্ব বিষয়ক কর্মশালা কলকাতা: গত ২ নভেম্বর ম্যাকমিলান এডুকেশন ও ফর্টিস হেলথকেয়ারের ফর্টিস স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রামের ব্যবস্থাপনায় ‘স্কুলে মানসিক স্বাস্থ্য পাঠ্যক্রম’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কলকাতার দ্য পার্ক হোটেলে। বিভিন্ন স্কুলের প্রিন্সিপালদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ফর্টিস ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের ডিরেক্টর ডা. সমীর পারিখ। ডা. পারিখ তাঁর ভাষনে স্কুলগুলিতে ‘লাইফ স্কিল এডুকেশন’ চালু করার গুরুত্ব ও শিশুদের সঠিক বিকাশের জন্য কাউন্সেলরদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এদিন তিনি তাঁর সহকর্মী কামনা ছিব্বর ও মীমাংসা সিংয়ের সঙ্গে যৌথভাবে লিখিত ও ম্যাকমিলান এডুকেশন দ্বারা প্রকাশিত ‘টকিং অ্যাবাউট মেন্টাল হেলথ ইন দ্য ক্লাসরুম :…