25
Sep
ইকোনোমিকসে ডক্টরেট করে বালুরঘাট কলেজে বর্তমানে পড়াচ্ছেন জোতি কুমারী শর্মা । উনি মূলত কোচবিহারের বাসিন্দা। কর্মসূত্রে বর্তমানে তিনি বালুরঘাট কলেজের ইকোনমিকের প্রফেসর। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ইকোনমিক্সের প্রতি ভীতি দূর করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলায় এই প্রফেসারের মূল লক্ষ বলে জানান। শুধু তাই নয় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সাবলীল হবার বার্তা দেন। এর ফলে বিশ্বের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবে ছাত্রছাত্রীরা। তাই শুধু বাংলাতে নয় ইংরেজিতেও শাবলিল হবার আহ্বান জানান। তাছাড়া ছাত্রছাত্রীদের যেকোনো ধরনের মোটিভেশন এর ক্ষেত্রেও তিনি সজাগ থাকবেন বলে জানিয়েছে। আর এইভাবে অর্থনীতির ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যতে পরিণত…