30
Mar
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা বিস্তীর্ণ চা বলয় এলাকা। আর চা বাগানকেই মূলত প্রচারে বেছে নিয়েছে বাম প্রার্থী।জলপাইগুড়ি তে জোর প্রচারে বাম প্রার্থী দেবরাজ বর্মন।আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শনিবার সাতসকালে জলপাইগুড়ির জয়পুর চা বাগানে মিছিল ও প্রচারে দেবরাজ বর্মন। এরপর তিনি প্রচার সারেন ফুলবাড়ী এলাকায়।