16
Jan
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু কাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের। হাসপাতালের সুপার-সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট ১২ চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, স্বাস্থ্যদপ্তর ও সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁদের গাফিলতি প্রমাণিত হয়েছে। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। একইসঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা পর্যন্ত সিসিটিভি লাগানোর নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড হওয়া চিকিৎসকদের নামের তালিকা 1. ডা. সৌমেন দাস (আরএমও) 2. ডা. দিলীপ পাল (বেড ইনচার্জ) 3. ডা. হিমাদ্রি নায়েক (সিনিয়র ডাক্তার) 4. ডা. মহম্মদ আলাউদ্দিন (বিভাগীয় প্রধান) 5. ডা. জয়ন্তকুমার রাউত (এমএসভিপি) 6. ডা. পল্লবী বন্দ্যোপাধ্যায়…