10
Dec
এত দিন আখ এবং আলু চাষের শস্য বিমা করতে কৃষকদের প্রিমিয়ামের একটি অংশ দিতে হত। এ বার থেকে আলু আর আখ চাষে শস্য বিমার জন্য কৃষকদের আর প্রিমিয়াম দিতে হবে না। অন্য ফসলের মতো আখ এবং আলুর বিমা নিখরচায় করা যাবে— কৃষি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। কৃষি দফতরের কর্তারা জানান, খরিফ মরশুমের শস্য বিমার আবেদন গ্রহণের কাজ ৩০ নভেম্বর শেষ হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রবি মরশুমের শস্য বিমার আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। রবি মরসুমে শস্য বিমার কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা ৩১ ডিসেম্বর করা হয়েছে এবং কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত করা…