25
Dec
বড়দিন উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্যগুলি ছুঁয়ে সরকারি বাসের বিশেষ পরিষেবা চালু থাকছে। আজ, বুধবার ২৫ ডিসেম্বর ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ওই পরিষেবা মিলবে। মূলত ইকো পার্ক ছুঁয়ে চলা ছাড়াও ওই সব বাস রুট অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে নিকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা ছাড়াও আলিপুরের জেল মিউজিয়াম ছুঁয়ে চলবে। বড়দিন উপলক্ষে নিউ টাউনের ইকো পার্কের ১ নম্বর এবং ৪ নম্বর গেট ছাড়াও প্যাঁচার মোড় থেকে নির্ধারিত দিনগুলিতে দুপুর ৩টে থেকে রাত সাড়ে ৮টার মধ্যে নিয়মিত ব্যবধানে শহরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়বে। এর মধ্যে ১ নম্বর গেট থেকে এস-১২ই, এসি-১২, এস-২৩এ, এসি-৩৮, এসি-৩৬ ছাড়া ইকো পার্ক…