31
Dec
নিউ টাউনে এ বার আবাসিক বাড়ি কিংবা ফ্ল্যাটে বাণিজ্যিক কাজকর্মে লাগাম টানা হতে পারে। কারণ, বহু আবাসন ও বাড়িতে অতিথিশালা বা অফিস চললেও সেই বাবদ কোনও কর প্রশাসনকে তারা দেয় না। কিন্তু এ ভাবে আর চলতে দিতে নারাজ ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)।দফতর সূত্রের খবর, আবাসিক এলাকায় বাণিজ্যিক কাজকর্মের উপরে এ বার কর বা মূল্য নির্ধারণ করা হতে পারে। সেই মতো দ্রুত ওই সব বাণিজ্যিক কেন্দ্রগুলিকে নোটিস দেওয়া শুরু হবে। এনকেডিএ সূত্রের খবর, নিউ টাউনের বহু বিশিষ্ট নাগরিক, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিকদের অনেকেই নিজেদের আবাসস্থলে অতিথিশালা, অফিস বা আইন সংস্থা চালাচ্ছেন। সেখান থেকে তাঁরা রোজগার করলেও এনকেডিএ-র তহবিলে কিছুই যাচ্ছে…