15
Oct
আবুতারায় রাতের অন্ধকারে ষাঁড়গরু পাচারের অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল এগারোটা নাগাদ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার গভীর রাতে আবুতারায় রাতের অন্ধকারে চলছিল ষাঁড়গরু পাচারের চেষ্টা। হাতেনাতে ধরল পুজো কমিটি। পুজো কমিটি তৎপর হয়ে গাড়ির ড্রাইভার সহ উদ্ধার হওয়া গরুটিকে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের আবুতারা এলাকায়। ঘটনার বিবরণে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু সামনেই দুর্গাপুজো তাই তারা রাত জেগে ছিল আর তখনই তাদের চোখে পড়ে একটি ছোট পিকআপ গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে দেখে সাধারণ গরু মনে হলেও পরবর্তীতে তারা দেখেন এটি ষাঁড় গরু। তারপর গাড়ির…