27
Nov
রাজ আমলের নিয়ম নিষ্ঠা মেনে ই উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের। রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রাজ আমল থেকে হয়ে আসছে এই রাস উৎসব। কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে। এই রাস উৎসবের উদ্বোধনে এক সময় কোচবিহারের মহারাজা নিজেই পুজোয় অংশগ্রহণ করতেন এবং কোচবিহারবাসির মঙ্গল কামনা করতেন।বর্তমানে কোচবিহারের জেলাশাসক রাস উৎসবের উদ্বোধন করেন এবং কোচবিহার বাসির মঙ্গল কামনায় রাস উৎসবের পুজোয় অংশগ্রহণ করেন।বর্তমানে রাজা নেই তাই এই মন্দিরের দেখাশোনা করেন দেবত্রট্রাস্ট বোর্ড। দেবত্র ট্রাস্টবোর্ডের সভাপতি হিসেবে কোচবিহার জেলা শাসক এই রাস উৎসবের উদ্বোধন করেন। রাজ আমলের এই ঐতিহ্যবাহী রাস উৎসব…