09
Nov
কেএফ্সি = মহাকাব্যিক স্বাদ, আর ঠিক সেই কথাটাই উঠে এসেছে ব্র্যান্ডটির সাম্প্রতিক প্রচারাভিযান - টেস্ট দ্য এপিকের সাথে। প্রায় তিন দশক ধরে কেএফ্সি তাঁদের জিভে জল এনে দেওয়া দুর্দান্ত মুচমুচে চিকেন এর মাধ্যমে দেশজুড়ে ভক্তদের আনন্দ দিয়ে আসছে। এই নভেম্বরে, কেএফ্সি তাঁদের আইকনিক হট অ্যান্ড ক্রিস্পি চিকেন, হট উইংস থেকে শুরু করে বোনলেস চিকেন পপকর্ন এবং পেরি-পেরি বোনলেস চিকেন স্ট্রিপস, জিঙ্গার বার্গার, রোলস এবং আরও অনেক খাদ্য সম্ভারের সঙ্গে নিজের সবচেয়ে বেশি বিক্রিত ভক্তদের মধ্যে জনপ্রিয় সম্ভারকে উদযাপন করছে। কেএফ্সির সিগনেচার মেনু আইটেমগুলির অতুলনীয়, জিভে জল আনা স্বাদ এবং অপরাজেয় ক্রাঞ্চের সঙ্গে ভারত জুড়ে গ্রাহকরা মহাকাব্যের স্বাদ বা টেস্ট দ্য…