27
Feb
বুধবার বেঙ্গালুরুতে দ্বিতীয় G20 ফিনান্স এবং সেন্ট্রাল ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভস (FCBD) সভা উদ্বোধন করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, ইয়ুথ অ্যাফেয়ারস ক্রীড়া মন্ত্রী, অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, শুরু থেকেই G20 সঙ্কটের সময়ে ঐকমত্য তৈরিতে তার ভূমিকা প্রমাণ করেছে। তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারীর প্রভাবের বিশ্ব অর্থনীতির এখন পর্যন্ত শক্ত হয়নি। তাই এই অবস্থার পরিপ্রেক্ষিতে G20 এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বৈশ্বিক সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের (FMCBG) বৈঠকের আগে ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত G20 FCBD সভা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২৪-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে FMCBG-র সভা। উল্লেখ্য, এই সভায় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং…