15
Oct
বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সম্প্রতি ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে ফের তাদের জন্য সুখবর আসতে চলেছে। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। এর ফলে সরকারি কর্মীদের বেসিক পে বিপুল ভাবে ‘রিভাইজড’ হবে। ভাতাও বাড়বে। আপাতত সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায় আছেন। তবে এরই মধ্যে আশঙ্কা! ২০২৬ সালের জানুয়ারী থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। পূর্ব অভিজ্ঞতা…
