হাজিরা দিতেই হবে নির্দেশ ইডির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালি ঘটনায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে নোটিস দিল ইডি।

আগামী পাঁচ দিনের মধ্যে শাহজাহান হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নোটিসে লেখা আছে, রেশন মামলায় শাহজাহানের শেখের হাজিরা জরুরি। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি সহ বেশ কিছু নথি।

এদিন তৃণমূল নেতার বাড়িটি সিল করে দিয়ে যায় ইডি। প্রসঙ্গত, এর আগের মাসের ৫ তারিখ শেখ শাহজানানের বাড়িতে ইডির অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার বেঁধে যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। তবে এত কিছুর মধ্যেও ৫ জানুয়ারির পর থেকে আর কোনো খোঁজ মেলেনি শাহজাহানের।