আবার হামলা, মৃত্যুর সংখ্যা বাড়ল ইউক্রেনে

অবিরাম গতিতে চলছে যুদ্ধ। এই যুদ্ধের হয়তো শেষ নেই। এই যুদ্ধ চলবেই, আর প্রাণ যাবে লক্ষ, লক্ষ। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাশিয়া-ইউক্রেন দুই দেশ। কারণ যে যুদ্ধ শুরু হয়েছে তা থামার নাম তো নিচ্ছেই না উলটে আরও নৃশংস হামলা চালাচ্ছে পুতিন বাহিনী।

ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে এবং দু’টি হলিডে ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা বহু। যে সময় এই মিসাইল হামলা চালানো হয় সেই সময়ে ওই অ্যাপার্টমেন্টে ছিলেন কমপক্ষে ১৬০ জন। সেখান থেকে ইতিমধ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ধ্বংসস্তূপের মধ্যে আরও মানুষ আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। মিসাইলের আঘাত এবং চাপা পড়ে আরও মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা। তবে শুধু একটি নয়, তিন-তিনটি মিসাইল ছোঁড়ে রাশিয়ান বাহিনী। তাই স্বাভাবিকভাবে বলা যায় বিরাট বড় মাপের ধ্বংসাত্মক আকার নিয়েছে ওই এলাকা।

উল্লেখ্য, গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি শপিং মলেও মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া। ১৯ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। যদিও রাশিয়া দাবি করেছিল সেটা ‘ভুলবশত’ হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন ইস্যুতে অনড় থাকায় যুদ্ধ যেভাবে চলেছে আগামীদিনেও সেভাবেই চলবে, এমনই অনুমান।

যুদ্ধের ভয়াবহতার শিকার ইউক্রেনের বাসিন্দা নাবালক-নাবালিকা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নাগরিকরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কিছুদিন ধরেই মিত্র দেশগুলির কাছে সামরিক সহযোগিতার আর্জি জানাচ্ছেন। কারণ যুদ্ধ চালাতে হলে ইউক্রেনের এখন প্রয়োজন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। জেলেনস্কির এই আবেদনে সাড়া দিয়েছে ব্রিটেন। তারা তাদের সাহায্য করবে বলেই জানিয়েছে।