শরদ পাওয়ারের বাড়িতে হামলা, কড়া নিন্দায় মমতা!

মহারাষ্ট্রে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে হামলার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, আমি দেশের একজন প্রবীণ জনপ্রতিনিধি শরদ পাওয়ারের বাড়িতে হামলার নিন্দা করছি। এই নিয়ে মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে স্বাগত জানাচ্ছি। যেখানে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। জানা যায়, রাজ্য বাস পরিবহণ নিগমের কর্মচারিদের অভিযোগ, কর্মীদের অভাব-অভিযোগ শুনতে ব্যর্থ হয়েছেন শরদ পাওয়ার। গত পাঁচ মাস ধরে হরতাল করছেন বাস কর্মীরা। তারপরও মেলেনি কোনওরকম আশ্বাস।

কিছুদিন আগে বম্বে হাইকোর্ট বিক্ষোভকারী পরিবহণ কর্মীদের হরতাল বন্ধ রেখে আগামী ২২ এপ্রিল থেকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। চটি-জুতো হাতে হামলা চালায় শরদ পাওয়ারের বাড়িতে। বিক্ষোভকারীদের হটাতে পথে নামে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে তাদের অধিকাংশকে স্থানীয় ইয়ালো গেট থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। প্রায় শতাধিক মহারাষ্ট্র পরিবহণ কর্মী আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করেন শরদ পাওয়ারের সিলভার ওক আবাসনের বাইরে। চটি-জুতো ছোড়া হয় পাওয়ার বাড়িতে। পাথরও ছোড়েন বিক্ষোভকারীরা।