উন্নত ফিচারযুক্ত অ্যাথার এনার্জি-এর রিজটা এডিশন লঞ্চ 

ভারতের ইলেকট্রিক স্কুটার তৈরির কোম্পানি অ্যাথার এনার্জি বেঙ্গালুরুতে অ্যাথার কমিউনিটি দিবসের দ্বিতীয় এডিশন তাদের ফ্যামিলি স্কুটার, রিজটা লঞ্চ করেছে। পুরো পরিবারের জন্য উপযুক্ত স্কুটার হিসাবে নির্মিত রিজটা আরাম, সুবিধা এবং সুরক্ষায় বিশেষ ভুমিকা পালন করবে।  ড্যাশবোর্ডে স্কিড কন্ট্রোল এবং হোয়াটসঅ্যাপের মতো ফিচার সহ রাইডিং অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে এটি বেশ কয়েকটি নতুন কানেক্টেড ফিচারের সাথে তৈরি করা হয়েছে। নতুন এডিশন রিজটা স্কুটারের দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ (এক্স-শোরুম বেঙ্গালুরু) টাকা থেকে।      

রিজটা জেড-এ দুটি মডেল এবং তিনটি ভেরিয়েন্ট থাকবে – রিজটা এস এবং রিজটা জেড যাতে রয়েছে ২.৯ কেডাবলুএইচ ব্যাটারি এছাড়াও ৩.৭ কেডাবলুএইচ ব্যাটারির সঙ্গে এসেছে টপ-এন্ড মডেল রিজটা জেড। ২.৯ কেডাবলুএইচ ভেরিয়েন্টগুলি ১২৩ কিলোমিটারের প্রেডিক্টেড আইডিসি রেঞ্জ সরবরাহ করবে এবং ৩.৭ কেডাবলুএইচ ভেরিয়েন্টটি ১৬০ কিলোমিটার যাওয়ার সুযোগ প্রদান করবে। অ্যাথার-এর রিজটা এস ৩টি মনোটোন রঙে পাওয়া যাবে অন্যদিকে রিজটা জেড ৭টি রঙে পাওয়া যাবে যার মধ্যে ৩ টি মনোটোন এবং ৪ টি ডুয়াল টোন।   

এই বিষয়ে অ্যাথার এনার্জির কো-ফাউন্ডার ও সিইও, তরুন মেহতা, জানিয়েছেন, “আমরা আমাদের পারফরম্যান্স স্কুটার ৪৫০ সিরিজের সঙ্গে টু-হুইলার মার্কেটে প্রবেশ করেছিলাম। রিজটা ভারতীয় পরিবারগুলির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে, অন্যান্য চিরাচরিত স্কুটারের থেকে রিজটা নিজের আলাদা পরিচয় প্রতিষ্ঠা করবে। এই স্কুটারটি অ্যাথার এর উন্নত গুণমান, বিশ্বস্ততা এবং সুরক্ষার মূল্যবোধকে প্রতিফলিত করে”।