রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি। মোট ১৪ টি জায়গায় চলবে অভিযান।
সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি, চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রায় ১৫ মিনিট মতো ছিলেন সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, বেরনোর সময় ওই দফতরের দু’জন কর্মচারিকে গাড়িতে তুলে ডিডি ব্লকে নিয়ে যান অধিকারীকরা।
পাশাপাশি বুধবার সকালে তদন্তকারীদের একটি দল হাজির হয়েছে প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের বাড়িতেও। ইতিমধ্যেই ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম সহ মদন মিত্রের এলাকা কামারহাটি পুরসভায় পৌঁছেছে গোয়েন্দাদের টিম। দুর্নীতির মূলে পৌঁছতে একাধিক নথির খোঁজে ময়দানে তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের নজরে রাজ্যের একাধিক পুরসভা।