অস্ট্রেলিয়া দলের স্পিনার “সামলান অ্যাশটন”আগরকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য আনছে না অস্ট্রেলিয়া। তার বদলে দলে নেওয়া হল মার্নাস লাবুশেনকে। অস্ট্রেলিয়া ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসছেন এক জন স্পিনারকে নিয়ে।
অস্ট্রেলিয়া যে প্রাথমিক ১৫ জনের দল ঘোষণা করেছিল, সেখানে ছিলেন না লাবুশেন। কিন্তু তাঁকে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে এক দিনের দলে খেলানো হয়। সেখানে ধারাবাহিক ভাবে রান করেন তিনি। তার পরেই বিশ্বকাপের দলে জায়গা করেনেন লাবুশেন। এর ফলে অস্ট্রেলিয়া দলে স্পিনার হিসাবে রইলেন এক মাত্র অ্যাডাম জাম্পা। যদিও গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ এবং লাবুশেন স্পিন বল করতে পারেন। এছাড়াও দলে রাখা হয়েছে চোট পাওয়া হেডকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। তবে সেই হেডকে রেখেই দল গড়লেন অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক “জর্জ বেইলি” জানান তাঁকে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলিতে পাওয়া যাবে না। পরের দিকে হেড সুস্থ হলে তাঁকে খেলানো হবে জানিয়েছেন।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক),অ্যালেক্স ক্যারি, জস হেজলউড, ট্রেভিস হেড, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ক্যামেরন গ্রিন,শন অ্যাবট,মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, অ্যাডাম জাম্পা এবং ডেভিড ওয়ার্নার।